সর্বোচ্চ ২৫০ টাকা কেজিতে সারা বছর গরুর মাংস খাওয়াব।


২৫০ টাকা কেজিতে সারা বছর গরুর মাংস খাওয়াব। 

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেছেন, গাবতলীর গরুর হাটে খাজনা নামমাত্র ১০০ টাকা নির্ধারণ করা হলে আমরা মাংস ব্যবসায়ীরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, সর্বোচ্চ ২৫০ টাকা কেজিতে সারা বছর গরুর মাংস খাওয়াব।

তিনি বলেন, ‘গরুর হাটে পশুপ্রতি খাজনা নামমাত্র ১০০ টাকা নির্ধারণ করুন। পাঁচ-ছয় হাজার টাকা খাজনা দিয়ে গরু কিনে এনে পশুপালনে উন্নয়ন সম্ভব না, অবাস্তব।’


শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় মাংস ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

রবিউল আলম বলেন, ‘হাটের ইজারাদাররা শর্ত মানে না। গরুর হাটের ইজারাদাররা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। হাটে নৈরাজ্য সৃষ্টি করে। কিন্তু এসব বিষয়ে পশুর হাটে র‌্যাব ও পুলিশের ক্যাম্পে গিয়ে অভিযোগ করলেও কোনো সুরাহা পাওয়া যায় না। কারণ ইজারাদার ইজারার শর্ত বাস্তবায়ন করছে কিনা তা দেখার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়নি। আমাদের দাবি, র‌্যাব-পুলিশকে এ ক্ষমতা দেওয়া হোক।’

No comments

waltonbadda. Theme images by tomograf. Powered by Blogger.